Medizone.com.bd কর্তৃক আয়োজিত “Go Fit, Go Sane, Go Healthy” থিম নিয়ে শুরু হওয়া National Health Videography Contest-1.0 এ সবাইকে স্বাগতম।
Medizone.com.bd মূলত একটি অনলাইন হেলথ ম্যাগাজিন যেটি সম্প্রতি স্বাস্থ্য বিষয়ক তথ্যসমূহ সবচেয়ে নির্ভরযোগ্য এবং নির্ভূলভাবে প্রচারের উদ্দেশ্যে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। Medizone বিশ্বাস করে, বর্তমানে সর্বস্তরের সকল মানুষকে স্বাস্থ্য সম্পর্কে সচেতন করা সবচেয়ে বেশি জরুরি। তাই সুরক্ষা ও সুস্বাস্থ্যকে বিবেচনায় রেখেই Medizone এর পথচলা। পথচলার অংশ হিসেবে Medizone.com.bd ২০২১ সালের অক্টোবর মাসে প্রথমবারের মত জাতীয় পর্যায়ে আয়োজন করেছে ‘National Health Article Writing Contest-1.0’। যেখানে বিপুল উৎসাহের সাথে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। তারই ধারাবাহিকতায় ২০২২ সালে MediZone আয়োজন করতে যাচ্ছে “National Health Videography Contest-1.0.”
এই কনটেস্ট এর মূল উদ্দেশ্য হলো, স্বাস্থ্য সম্পর্কিত বিষয়গুলোতে সবার জ্ঞান এবং চিন্তাধারাকে একত্রিত করা। ভিডিওগ্রাফি/এনিমেশনের মাধ্যমে সাধারণ মানুষের কাছে স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বিষয় সহজভাবে তুলে ধরা। বর্তমান সময়ের প্রেক্ষিতে তরূণদের চিন্তা-চেতনা সমন্বিত করার লক্ষ্যেই এই আয়োজনের শুভযাত্রা।
লেখার টপিকসঃ
স্বাস্থ্য সম্পর্কিত যেকোন বিষয়ঃ
– সাধারণ রোগ ব্যধি যেমন –
– জ্বর, সর্দি, কাশি, হাপানি
– কোভিড-১৯
– কোভিড-১৯ ভ্যাক্সিন
– ডায়াবেটিস
– উচ্চরক্তচাপ
-️ এন্টিবায়োটিক
– ক্যান্সার
– স্ট্রোক ইত্যাদির কারণ ও প্রতিকার,
– দৈনন্দিন সুস্থ জীবনযাপন,
– ওষুধপথ্য বা স্বাস্থ্য বিষয়ক মজার কোন টিপস এন্ড ট্রিকস সহ স্বাস্থ্য সম্পর্কিত যেকোনো বিষয় নিয়ে Video জমা দেওয়া যাবে।
অংশ গ্রহণের নিয়মাবলীঃ
১) যে কোন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা এই কনটেস্টে অংশগ্রহণ করতে পারবে।
২) কোন সোর্স থেকে সরাসরি কোন ভিডিও কপি বা কেটে এনে জোড়াতালি দেয়া যাবেনা।
৩) ইতিপূর্বে পাবলিশ হয়েছে এমন ভিডিও জমা দেয়া যাবে না। অন্যথায় তা বাতিল বলে বিবেচিত হবে।
৪) ভিডিওতে উপস্থাপন করা তথ্যের Source উল্লেখ করার জন্য উৎসাহ প্রদান করা হল এবং এটি ভালো মার্ক পাওয়ার জন্য সহায়ক হবে।
৫) ভিডিও এর দৈর্ঘ্য সর্বনিম্ন ৩০ সেকেন্ড থেকে সর্বোচ্চ ৩ মিনিট। ফ্রেমিংঃ ল্যান্ডস্কেপ বা 1:1 অনুপাত উভয়ই গ্রহণযোগ্য।
৬) ভিডিওতে কোনো আপত্তিকর ছবি বা ভিডিওক্লিপ ব্যবহার করা যাবে না।
৭) ভিডিওতে ভাষা ইংরেজি অথবা বাংলা উভয়ই ব্যবহার করা যাবে তবে বাংলা ভাষাকে বেশী প্রাধান্য দেওয়ার অনুরোধ রইল।
৮) ভিডিওতে সরাসরি কোনো জাতি, ধর্ম বা গোষ্ঠীকে হেয় প্রতিপন্ন করা যাবে নাহ।
৯) একজন প্রতিযোগী ভিন্ন বিষয়ের সর্বোচ্চ ৩ টি ভিডিও জমা দিতে পারবে।
১০) ভিডিও রেজুলেশন সর্বনিম্ন 480 পিক্সেল হতে হবে। রেজুলেশন বেশি হওয়াই শ্রেয়।
১১) প্রতিযোগিতায় কর্তৃপক্ষের সিদ্ধান্তই চুড়ান্ত সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হবে।
১২) কর্তৃপক্ষ যেকোনো ধরনের পরিবর্তন, পরিবর্ধন বা পরিমার্জনের অধিকার সংরক্ষন করে।
১৩) প্রত্যেক প্রতিযোগীকে নিম্নের গুগল ফরম পূরণের মাধ্যমে ভিডিও জমা দিতে হবে। (শীঘ্রই গুগল লিংক দেয়া হবে)
প্রাথমিক যাচাইকরণের পর সবচেয়ে তথ্যবহুল এবং মানসম্মত ভিডিওসমূহ Medizone.com.bd ওয়েবসাইট, ইউটিউব চ্যানেলে, Medizone অফিশিয়াল গ্রুপে ও পেইজে প্রকাশ করা হবে।
নম্বর বন্টনঃ
১) প্রতিটি ভিডিওকে মোট ১০০ নম্বরে যাচাই করা হবে।
২) ৮৫% নম্বর বিচারকমন্ডলী কর্তৃক বিবেচিত এবং বাকি ১৫% নম্বর Medizone অফিসিয়াল গ্রুপের পোস্টে লাইক, কমেন্টে এবং শেয়ারের ভিত্তিতে অর্জন করতে হবে।
পুরষ্কারঃ
১)সর্বোচ্চ নম্বর প্রাপ্তির ভিত্তিতে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় নির্বাচন করা হবে। বিজয়ী তিনজনের জন্য থাকবে –
আকর্ষণীয় পুরষ্কার
ক্রেস্ট
সার্টিফিকেট
মেডিজোন ভিডিওগ্রাফি ও ডিজাইনিং টিমে কাজ করার সুবর্ণ সুযোগ।
২) বিজয়ীদের পুরষ্কার, ক্রেস্ট ও সার্টিফিকেট কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেয়া হবে।
৩) অংশগ্রহণকারী সকলকেই পার্টিসিপেশন সার্টিফিকেট দেওয়া হবে।
গুরুত্বপূর্ণ তারিখসমূহঃ
ভিডিও জমা নেওয়া শুরুঃ ১ নভেম্বর, ২০২২
ভিডিও জমা দেওয়ার শেষ সময়ঃ ৫ নভেম্বর, ২০২২
সেরা ১০ জনের লিস্ট ঘোষণাঃ পরবর্তীতে জানানো হবে।
চূড়ান্ত ফলাফল ঘোষণাঃ পরবর্তীতে জানানো হবে।
যেকোনো প্রয়োজনেঃ
ইশতিয়াক মাহমুদ তাইমুর,
ইভেন্ট ম্যানেজার,
+8801625631696