দুই এক বেলা ঔষধ খেতে ভুলে গেলে যা করবেন!

প্রাথমিক চিকিৎসা বিবিধ স্বাস্থ্য টিপস

ব্যস্ততার কারণে বা মনে না থাকার কারণে দুই এক বেলা ঔষধ খেতে ভুলে যাওয়া আমাদের জীবনে স্বাভাবিক ব্যপার। কখনো ডোজ মিস হলে আমরা সাধারণত দুইটি কাজ করে থাকি:

১. একসাথে দুইটি ঔষধ খেয়ে ফেলা অর্থাৎ ডাবল ডোজ নেওয়া

২. যখনই মনে পড়ে তখনই ভুলে যাওয়া ঔষধ টি গ্রহণ করা।

প্রতিটি ঔষধেরই রোগ ও রোগীর শারীরিক অবস্থা বুঝে নির্দিষ্ট ডোজ রয়েছে যেটা ডাক্তার বা ফার্মাসিস্ট প্রেসক্রিপশনে দিয়ে থাকেন। ঔষধের নির্দিষ্ট ডোজের কম বা বেশি কখনোই গ্রহণ করা উচিত নয়।

কোন ঔষধ খেতে ভুলে গেলে নিম্নোক্ত কাজগুলো করতে পারেন:

১. ঔষধ মিস হওয়ার স্বল্প সময় পরেই যদি মনে পড়ে তাহলে নির্দিষ্ট ডোজটি গ্রহণ করুন।

২. পরবর্তী ডোজ নেওয়ার কাছাকাছি সময়ে যদি মনে পড়ে যে আপনি আগের ডোজটি মিস করেছেন তাহলে আগের ডোজটি বাদ দিন, পরবর্তী নির্দিষ্ট সময়ে শুধু মাত্র একটি ঔষধ সেবন করুন। ভুলেও ডাবল ডোজ গ্রহন করবেন না।

৩. কিছু কিছু ঔষধের সাথেই ডোজ মিস হলে কি করতে হবে সে সম্পর্কে বিস্তারিত বলা থাকে, তাই ঔষধের সাথে সংযুক্ত নির্দেশনা পড়ুন।

৪.ঝুঁকি এড়াতে ডাক্তার বা ফার্মাসিস্টের পরামর্শ নিন। মনে রাখবেন, একসাথে দুইটি ঔষধ সেবন করার সিদ্ধান্তটিই হতে পারে আপনার শরীরে মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়া বা মৃত্যুর কারণ।

তথ্যসূত্র: California State Board of Pharmacy

সম্পাদনায়: সামিয়া মোস্তফা,

ফার্মেসি ডিপার্টমেন্ট, সেশন ২০১৭-১৮

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *